General Meeting Regulation 2 Year


রেগুলেশন মিটিং সংখ্যাঃ  ২০১৫-১৬/০১০
স্থান : ভাকুড়ি (বাগানপাড়া) বহরমপুর, মুর্শিদাবাদ।                                                                     
তারিখঃ ২৮/০৮/২০১৬
বিষয় :
অদ্যকার সভায় আমাদের বর্তমান সভাধিপতি শ্রী বিপ্লব কুমার দাস মহাশয় ও পরিচালক-দ্বয় (শ্রী চন্দন কুমার মৈত্র) এর অনুমতি নিয়ে আলোচনা শুরু করা হইল এবং সভাপতি মহাশয় আগত প্রজেক্ট এর বিষয় এ বিস্তর আলোচনা করার প্রস্তাব রাখিলেন, অদ্য কর্মী কমিটির নিকট।
অতঃপর আলোচনা সবিস্তারে শুরু করা হইলো নিম্নরূপ। 
দ্রষ্টব্যঃ বিশেষ সহযোগী ও আমাদের হিতাকাঙ্খী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সম্মাননীয় অফিসার গণের সাহায্যে ও উনাদের দেওয়া  প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের রুরাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রী চন্দন কুমার মৈত্র মহাশয় উক্ত বিষয়ের ওপর আলোকপাত করিতে উদ্যোগ নিলেন। তাহা নিম্ন স্বরুপঃ 
১. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ব্যবসায়িক সহায়ক এর জন্য আবেদন পত্র। নীতি ও ধারা বিবরনি । 
২. ফাউন্ডেশন-এর ৩ বাৎসরিক অডিট রিপোর্ট সংগ্রহ।
৩. অন্তত ২৫০ জন চালু CSP এর সম্মতি পত্র ও স্বাক্ষর সংগ্রহ করণ। 
৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ব্যবসায়িক সহায়ক এর জন্য ২৫ লক্ষ্ টাকা ফিক্সড ডিপোজিটের বিষয়ে আলোচনা ও শক্ত ভাবে ফান্ড সংগৃহিত করার প্রতিশ্রুতি জ্ঞাপন।
বি:দ্র : চায়ের বিরতি।
৫. ব্যাঙ্ক অফিসারদের নির্দেশ অনুযায়ী স্ট্রং কমিটি গঠন। এবং স্বচিত্র – সহি ও সম্পূর্ণ ঠিকানা ফোন নম্বর বিবরণ।
৬. ব্যাঙ্ক এর ইঙ্গিতানুযায়ী আগামী অর্থবর্ষ ২০১৭ এর এপ্রিল মাসের মধ্যে BC লাইসেন্স নবীকরণ ও তারপরের অন্তত ১ বৎসরের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের অবসেরভেশন এ থেকে কাজ করার জন্য অনুকূল ও প্রতিকূল প্রতিক্রিয়ার প্রতিহত করার শপথ গ্রহণ।
৭. অদ্য ওয়ার্কিং কমিটির মধ্য হতে অন্তত ২ জন টেকনিকাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এর দায়িত্ব গ্রহণ।
৮. বিবিধঃ উপস্থিত সকল সদস্যদের অনুকূল প্রতিকূল বিষয়ের ওপর আলোকপাত ও নথিকরণ এবং সম্মতি গ্রহণ। উক্ত সকল বিষয়ের উপর ভিত্তি করে ভূমিকা হস্তলিখনি ও সভার সমাপ্তি ঘোষণা এবং উক্ত সভায় উপস্থিত সভাসদ ও কর্মী মেম্বার, অতিথি গণের স্বাক্ষর গ্রহণ 
১. বিপ্লব কুমার দাস
২. অর্ঘদীপ দাস, 
৩. চন্দন কুমার মৈত্র
৪. আয়েশা বিবি 
৫. খুরশিদা খাতুন 
৬. তরজেমা বিবি 
৭. আব্দুল ওদুদ
৮. আতিউর রহমান 
৯. আমিনুল হক 
১০. সেরাজুল ইসলাম 
১১. মোঃ আব্দুল হাকিম 
১২. রাজেশ চ্যাটার্জী
১৩. রবিউল আওয়াল
১৪. মুরসালীম শেখ

Sharing is caring ! Thank you for visit our page to share...!!